যে দুয়াটি ১বার পাঠ করলেই দূর হবে ৭০টি বিপদ
হযরত আবু নাঈম ও ইবনে আবি শায়বা রহ. একটি
আমলের কথা বর্ণনা করেছেন। তাঁরা বলেন,
যে ব্যক্তি নিম্নের দুয়া একবার পাঠ করবে-
একশ’ বার নয়, মাত্র একবার- আল্লাহ তায়ালা
তার সত্তরটি বিপদ দূর করে দিবেন। আর
সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা। আর অন্যান্য
বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়।
দুয়াটি হলো- : ﻻﺣﻮﻝ ﻭﻻﻗﻮﺓ ﺍﻻ ﺑﺎﻟﻠﻪ ﻭﻻﻣﻠﺠﺎ ﻭﻻﻣﻨﺠﺎ ﻣﻦ
ﺍﻟﻠﻪ ﺍﻻ ﺍﻟﻴﻪ বাংলা উচ্চারণ : লা হাউলা ওয়া
লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা
মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি
ইল্লাহ ইলাইহি।
দুআটি মুখস্থ থাকলে তো ভালো। না
থাকলে মুখস্থ করে নিন। নিয়মিত পাঠ করুন। সব
রকম সমস্যা থেকে নাজাত পাবেন,
ইনশাআল্লাহ। দুঃশ্চিন্তাগ্রস্তদের জন্য
সান্তনা : কানযুল উম্মালে বর্ণিত আছে, যে
ব্যক্তি ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সাথে এই
আয়াতটি পাঠ করবে, আল্লাহ তায়ালা তার
দুঃশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্তি দান
করবেন। ﻻ ﺇِﻟَﻪَ ﺇِﻻ ﺃَﻧْﺖَ ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺇِﻧِّﻲ ﻛُﻨْﺖُ ﻣِﻦَ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
এখানে ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের শর্তারোপ
করা হয়েছে। কারো অন্তরে এ ব্যাপারে
সন্দেহ থাকলে সে সুফল পাবে না।
0 Comments :