আয়াতে শিফা কী এবং আয়াতে শিফার দ্বারা যে সব উপকার অর্জন করা সম্ভব!
কোরআন শরিফের মাঝে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-বিমারের জন্য শিফা স্বরূপ। তাই কোরআনের সেসব আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে শিফা [রোগ মুক্তি] চাওয়া উচিৎ।
কোরআন শরিফের মাঝে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-বিমারের জন্য শিফা স্বরূপ। তাই কোরআনের সেসব আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে শিফা [রোগ মুক্তি] চাওয়া উচিৎ। এগুলো দিয়ে রোগের চিকিৎসা করার সময় পূর্ণ একিন পূর্বশর্ত এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাহলেই কেবল এসব আয়াতের দ্বারা রোগমুক্তি লাভকরা সম্ভব হবে।
এখানে মোট ৬টি আয়াত রয়েছে, কোনো একটি পানিভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো একবার পড়ে দম করতে হবে। এবং পানিটি পান করতে হবে।
আয়াতগুলো নিম্নরূপ:
১. সুরা ফাতিহা বিসবিল্লাহসহ একবার
২. ﻭَﻳَﺸْﻒِ ﺻُﺪُﻭﺭَ ﻗَﻮْﻡٍ ﻣُﺆْﻣِﻨِﻴﻦَ # ﺍﻟﺘﻮﺑﺔ : ١٤
৩. ﻭَﺷِﻔَﺎﺀٌ ﻟِﻤَﺎ ﻓِﻲ ﺍﻟﺼُّﺪُﻭﺭِ ﻭَﻫُﺪًﻯ ﻭَﺭَﺣْﻤَﺔٌ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ [ ﻳﻮﻧﺲ : ٥٧
৪. ﻳَﺨْﺮُﺝُ ﻣِﻦْ ﺑُﻄُﻮﻧِﻬَﺎ ﺷَﺮَﺍﺏٌ ﻣُﺨْﺘَﻠِﻒٌ ﺃَﻟْﻮَﺍﻧُﻪُ ﻓِﻴﻪِ ﺷِﻔَﺎﺀٌ ﻟِﻠﻨَّﺎﺱِ [ ﺍﻟﻨﺤﻞ : ٦٩
৫. ﻭَﺇِﺫَﺍ ﻣَﺮِﺿْﺖُ ﻓَﻬُﻮَ ﻳَﺸْﻔِﻴﻦِ [ ﺍﻟﺸﻌﺮﺍﺀ : ٨٠
৬. ﻭَﻧُﻨَﺰِّﻝُ ﻣِﻦَ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻣَﺎ ﻫُﻮَ ﺷِﻔَﺎﺀٌ ﻭَﺭَﺣْﻤَﺔٌ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ [ ﺍﻹﺳﺮﺍﺀ : ٨٢
৭. ﻗُﻞْ ﻫُﻮَ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻫُﺪًﻯ ﻭَﺷِﻔَﺎﺀٌ [ ﻓﺼﻠﺖ : ৪৪
উল্লেখ্য যে, অসুস্থ হওয়ার পূর্বেই নিজের স্বাস্থের প্রতি যতœবান হওয়া উচিত এবং সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করা উচিত। আর অসুস্থ হয়ে গেলে এ অসুস্থতা নিজের কারণে এসেছে বলে বিশ্বাস করা এবং সুস্থ হয়ে উঠলে এ সুস্থতা আল্লাহ তায়ালার দান বলে বিশ্বাস করা উচিত। কারণ কোরআনের মাঝে প্রকাশ্য- অপ্রকাশ্য সব রোগেরই শিফা রয়েছে। -[আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ রাখুন - আমীন]
মূল- হজরত মাওলানা ইউনুস বিন উমর পালনপূরী
অনুবাদ- মাওলানা মিরাজ রহমান
0 Comments :