BCS প্রিলির জন্য ১৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
সংবাদ সমাহার
১। ব্রাক্ষীলিপি কিভাবে লেখা হতো?
উঃ বাম থেকে ডানে
২। কোন বাঙালি কবি ইংরেজি কাব্য গ্রন্থ ভিসন অফ দি পাস্ট’ রচনা করেন?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
৩। স্বদেশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুকুমার রায়
৪। মোনালিসা’ চরিত্রটি কোন রচনার?
উঃ আমরা তিনজন
৫। অন্যনায়ক’ নামক গল্প গ্রন্থের রচয়িতা কে?
উঃ নাজমা জেসমিন চৌধুরী
৬। কোন কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
উঃ জয়দেব
৭। কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু’ কোন ধরনের পত্রিকা ছিল?
উঃ দৈনিক
৮। একি অকস্মাৎ হোল বজ্রপাত! কি আর লিখিবে কবি । বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালে লুকালো ছবি ।’ –এ ছন্দ দুটি কোন কবির লেখা?
উঃ ইসমাইল হোসেন সিরাজী
৯। সম্মুখে শান্তি পারাবার
ভাসাও তরী হে কর্ণধার
তুমি হবে চিরসাথী লও লও হে ক্রোড়পতি
অসিমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারার’ ।
কাব্যাংশটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১০। দাউদ হায়দার রচিত ‘রাজপুত্র’ কোন জাতীয় রচনা?
উঃ মুক্তিযুদ্ধভিত্তিক
১১। বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাস কোন ভাষার কবিতা অবলম্বনে রচনা করেছেন?
উঃ ইংরেজি
১২। ‘বাঙ্গালিরা ঠেকে শেখে’ এই উক্তিটি কার?
উঃ প্রমথ চৌধুরীর
১৩। ‘চারন কবি’ কে?
উঃ মুকুন্দ দাস
১৪। গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন কে?
উঃ যশোর সাহিত্য সংঘ
১৫। ‘স্বাধীনতা হীনতায় কে বাচিতে চায় হে, কে বাচিতে চায় হে?’ পংক্তিটি কার?
উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১৬। ড.মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকা কোনটি?
উঃ আঙ্গুর
১৭। ‘আগুনের মেয়ে’, ‘পুরুষ সুন্দর’ প্রকৃতি উপন্যাসের রচয়িতা-
উঃ আল-মাহামুদ
১৮। অষ্টম শতাব্দীর ব্রাক্ষী লিপি থেকে কয়টি বাংলা লিপির উদ্ভব হয়েছে?
উঃ ৩টি
১৯। ‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থটি লিখেছেন-
উঃ পাণিনি
২০। বাংলা লিপি মোটামুটি স্থায়ী রূপ লাভ করে কত সালে?
উঃ ১৮০০
২১। পাখি সব করে রব রাতি পোহাইল
কাননে কুসুমকলি সকলি ফুটিল ।
-কোন কবির রচনা?
উঃ মদনমোহন তর্কালঙ্কার
২২। চর্যাপদের কবি কাহ্নপা বিরচিত পদের সংখ্যা কত?
উঃ ১৩টি
২৩। বডু চণ্ডীদাসের প্রকৃত নাম কি?
উঃ বড়াই
২৪। ‘নন্দ নন্দন চন্দ চন্দন
গন্ধ নিন্দিত অঙ্গ ।’- কোন কবির রচনা?
উঃ গবিন্দচন্দ্র
২৫। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আলাউদ্দিন আল আজাদ
২৬। ‘চুল কার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তির কারুকার্য,
অতিদূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা ।’-এই কবিতাংশটুকুর কবি কে?
উঃ জীবনানন্দ দাস
২৭। বাংলা সাহিত্যে যে চণ্ডীদাস সমস্যা রয়েছে তাতে মোট কতজন চণ্ডীদাসের পরিচয় পাওয়া যায়?
উঃ চারজন
২৮। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
উঃ অস্ট্রিক
২৯। চর্যাপদ কোন ভাষায় রচিত?
উঃ প্রাচীন বাংলা
৩০। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
উঃ ভদ্রার্জুন
৩১। বাংলা সাহিত্যে কে দুঃখবাদী কবি হিসাবে পরিচিত?
উঃ মোহিতলাল মজুমদার
৩২। সারেং বৌ’ কার রচনা?
উঃ শহীদুল্লাহ কায়সার
৩৩। বাংলা ভাষায় প্রথম উপন্যাস লেখার প্রয়াস নেন কে?
উঃ হেনা ক্যাথরিনা মুলেন্স
৩৪। বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের কোন বাক্যের অন্তর্গত?
উঃ গীতবিতান
৩৫। সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে?
উঃ জন ক্লার্ক মার্শম্যান
৩৬। বঙ্কিমচন্দ্রের ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উঃ সন্ন্যাসী বিদ্রোহ
৩৭। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
উঃ দুরর্গেশনন্দিনী
৩৮। ‘কবর’ কবিতাটি জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উঃ রাখালী
৩৯। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয়-
উঃ বাঁকুড়া জেলা থেকে
৪০। বাংলা উপন্যাসের প্রথম নায়কের নাম কি?
উঃ মতিলাল
৪১। চৈতন্যদেব প্রবর্তিত ধর্মতত্ত্বের নাম কি?
উঃ অচিন্ত ভেদাভেদ মতবাদ
৪২। ‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি’ ।-
কবিতাংশটুকুর রচয়িতা কে?
উঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
৪৩। ‘জমিদার দর্পণ’ কার রচনা?
উঃ মীর মশাররফ হোসেন
৪৪। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সংবাদপত্র কোনটি?
উঃ সমাচার দর্পণ
৪৫। ‘কাব্য সুধাকর’ কার উপাধি?
উঃ গোলাম মোস্তফা
৪৬। ব্যক্তিগত জীবনে ডা. লুৎফর রহমান ছিলেন-
উঃ হোমিওপ্যাথিক ডাক্তার
৪৭। চরণ কবি কে?
উঃ মুকুন্দ দাস
৪৮। ‘জন্মিলে মরিতে, অমর কে কোথা হবে?’ –এই উক্তিটি কার?
উঃ মাইকেল মধুসূদন দপ্তের
৫০। ‘হিতোপদেশ’ গ্রন্থটি লিখেছেন-
উঃ মৃত্ত্যঞ্জয় বিদ্যালঙ্কার
৫১। বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল-
উঃ দশম থেকে দ্বাদশ শতাব্দী
৫২। মনসামঙ্গলের আদি কবি-
উঃ কানা হরিদত্ত
৫৩। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা কে?
উঃ আবদুল গাফফার চৌধুরী
৫৪। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উঃ বন্দি শিবির থেকে
৫৫। ‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাব’-উক্তিটি কার?
উঃ রফিক আজাদ
৫৬। ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয়-
উঃ ১৯১৪
৫৭। মহাভারতের প্রথম বঙ্গানুবাদক-
উঃ কবীন্দ্র পরমেশ্বর
৫৮। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কার রচনা?
উঃ আলাউদ্দিন আল আজাদ
৫৯। ‘কস্যচিত্র উপযুক্ত ভাই পোষ্য’ কার চ
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬০। রবীন্দ্রনাথ কোন গন্থটির নামকরণ করে যেতে পারেননি?
উঃ শেষ লেখা
৬১। বিবাহ বিভ্রাট’ গ্রন্থটি কার লেখা?
উঃ অমৃতলাল বসু
৬২। কানে খুঁজো ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেড়ে ঢিলে।’ কবির উক্তি?
উঃ শামসুর রাহমান
৬৩। কত সালে কবি নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়?
উঃ ১৯৭৪
৬৪। ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কামিনী রায়্মদ
৬৫। ‘দুশত ছেষট্টি দিনে স্বাধীনতা’ বইটির লেখক কে?
উঃ নূরুল কাদির
৬৬। ‘ভাই ভাই এইতো চায়’ –প্রহসনটির রচয়িতা কে?
উঃ মীর মশাররফ হোসেন
৬৭। কোন্টি রবীন্দ্র রচনা?
উঃ বাল্মীকি প্রতিভা
৬৮। পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬৯। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লিখিত গ্রন্থ কোনটি?
উঃ কবর
৭০। জাহানারা ইমানের প্রথম রচনা কোনটি?
উঃ তেপান্তরের ছোট শহর
৭১। বাংলা সাহিত্যে গফুর ও আমিনা চরিত্র দুটি কোন সাহিত্যকের সৃষ্টি?
উঃ শরৎচন্দ্র
৭২। নীহারিকা দেবী কার ছদ
উঃ অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৭৩। ‘‘কেমনে ধরিব হিয়া?
আমার বধূয়া আন বাড়ি যায়
আমার অঙ্গিনা দিয়া ।” – কোন কবির রচনা?
উঃ চন্ডিদাস
৭৪। বাংলা গদ্যে রচিত প্রথম গ্রন্থ কোন অক্ষরে লেখা হয়?
উঃ রোমান
৭৫। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে?
উঃ ১৭৭৮ সাল
৭৬। বাংলা সাহিত্যের মধ্যযুগের কালসীমা কত খ্রিষ্টাব্দ পর্যন্ত বিস্তৃত?
উঃ ১২০১ খ্রি.-১৮০০ খ্রি.
৭৭। মধ্যযুগের আদি নিদর্শন ‘শ্রীকৃষ্ণকীর্ত
ন’ কাব্যের রচয়িতা কে?
উঃ বডু চণ্ডীদাস
৭৮। দীনবন্ধু মিত্র রচিত ‘সধবার একাদশী ‘ কোন ধরনের রচনা?
উঃ প্রহসন
৭৯। ফোর্ট উইলিয়াম কলেজ কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ সালে, কলিকাতায়
৮০। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক ‘কৃষ্ণকুমারী’ কে, কবে রচনা করেন?
উঃ মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১ সালে
৮১। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’ কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯২৯ সালে
৮২। ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের কতটি গ্রন্থ বাজেয়াপ্ত করে?
উঃ ৬টি
৮৩। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ‘স্পেন বিজয়’ কোন জাতীয় রচনা?
উঃ কাব্যগ্রন্থ
৮৪। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস কত সালে মৃত্যুবরণ করেন?
উঃ ২২ অক্টোবর, ১৯৫৪
৮৫। শহিদুল্লাহা কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘সারেং বৌ’ চলচিত্রটির নিরমাতা কে?
উঃ আবদুল্লাহ আল-মামুন
৮৬। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
উঃ মানসী
৮৭। ‘লাজুক লতা’ গল্পগ্রন্থটি কার রচিত?
উঃ মানিক বন্দোপাধ্যায়
৮৮। ডা. লুৎফর রহমানের প্রথম প্রকাশ একটি-
উঃ উপন্যাস
৮৯। কাশবনের কন্যা’ প্রবন্ধটি কে রচনা করেছেন?
উঃ আবুল কালাম শামছুদ্দিন
৯০। ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার, ভয় কি বন্ধু আমরা এখানে চার কোটি পরিবার খাড়া রয়েছি তো’-এ কবিতাংশটি কার লেখা?
উঃ আলাউদ্দীন আল আজাদ
৯১। ‘সাঝের মায়া’ কাব্যগ্রন্থটির রচয়িত কে?
উঃ বেগম সুফিয়া কামাল
৯২। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্
তিক উপন্যাসের নাম কি?
উঃ দংশন
৯৩। ‘আনন্দময়ী’ গীতিকাব্যের লেখক কে?
উঃ রজনীকান্ত সেন
৯৪। কবি জসীমউদদীনের প্রথম কবিতার বই কোনটি?
উঃ রাখালী
৯৫। বাংলা সাহিত্যে ‘কমলাকান্ত’ বলা হয় কোন কবিকে?
উঃ বঙ্কিমচন্দ্র
৯৬। ‘আলাওল’ বাংলা সাহিত্যের কোন যুগের কবি?
উঃ মধ্য যুগ
৯৭। ‘লাইলী মজনু’ কাব্যের মূল উৎস-
উঃ আরবীয় লোকগাঁথা
৯৮। হোসেন শাহের পৃষ্ঠপোষকতাই কে কাব্যচর্চা করেন?
উঃ রূপ গোম্বামী
৯৯। ‘একক সন্ধ্যায় বসন্তের’ প্রতিনিধিত্বকারী রচনা-
উঃ আমার পূর্ব বাংলা
১০০। ‘নূরজাহান’ নাটকের রচয়িতা কে?
উঃ দিজেন্দ্রলাল রায়
১০১। বাংলা সাহিত্যে ‘গাজী মিয়া’ নামে বহুল পরিচিত ছিল-
উঃ মীর মশাররফ হোসেন
১০২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি?
উঃ বৌ ঠাকুরানীর হাট
১০৩। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন কোন কাব্যে?
উঃ পদ্মাবতী
১০৪। ‘নকশী কাঁথার মাঠ’ বিখ্যাত কাব্যগ্রন্থটির লেখক কে?
উঃ জসীমউদদীন
১০৫। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
উঃ আলালের ঘরের দুলাল
১০৬। বাংলা সাহিত্যে ‘গদ্যের জনক’-
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১০৭। বাংলা সাহিত্যে ‘শেলী’ নামে পরিচিত-
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১০৮। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ –এর আবিস্কারক কে?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী
১০৯। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
উঃ মেঘনাদবধ
১১০। ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ নাসিরউদ্দীন
১১১। ‘যুগসন্ধিক্ষনের কবি’ কে?
উঃ ঈশরচন্দ্র গুপ্ত
১১২। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ছিল?
উঃ কাজেম আল কুরায়শী
১১৩। ‘সুর্য দীঘল বাড়ী’ উপন্যাসের লেখক কে?
উঃ আবু ইসাহাক
১১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উঃ বসন্ত
১১৫। ‘ভানুসিং’ কোন কবির ছদ্মনাম ছিল?
উ রবীন্দ্রনাথ
১১৬। ফোর্ট উইলিয়াম থেকে কয়টি বাংলা পুস্তক প্রকাশিত হয়?
উঃ ১৪টি
১১৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উঃ গীতাঞ্জলী ( Songs offering)
১১৮। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কে?
উঃ রবি ঠাকুর
১১৯। মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা- এর রচয়িতা কে?
উঃ অতুলপ্রসাদ সেন
১২০। নিচের কোনটি মহাকাব্য?
উঃ মহাশ্মশান
১২১। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
উঃ অবরোধবাসিনী
১২২। ফোট উইলিয়াম কলেজ থেকে কয়টি বাংলা পুস্তক প্রকাশিত হয়েছিল?
উঃ ১৪টি
১২৩। ‘এবার ফিরাও মোরে’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তগত?
উঃ চিত্রা
১২৪। উন্নত জীবন মহৎ জীবন মানব জীবন গ্রন্থগুলোর লেখক কে?
উঃ মোহাম্মদ লুৎফর রহমান
১২৫। ১৮৯৬ খিস্টাব্দে সাতক্ষীরা জেলার বাদশাহ গ্রামে জন্মগ্রহন করেন কে?
উঃ মোহাম্মদ ওয়াজেদ আলী
১২৬। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ?
উঃ উপন্যাস
১২৭। বাঙ্গালীর ইতিহাস বইটির লেখক কে?
উঃ অধ্যাপক সুনীতি সেন
১২৮। কোন সাল থেকে বাংলা একাডেমী কর্তৃক একুশে পদক প্রবর্তিত হয়?
উঃ ১৯৭৬ সালে
১২৯। সরীসৃপ নামক গপ্লটির রচয়িতা কে?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়
১৩০। শিখা পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৭ সালে
১৩১। ডা. লুতফর রহমানের প্রথম প্রকাশ একটি—
উঃ কাব্যগ্রন্থ
১৩২। মাধবীলতা উপন্যাসটি কে রচনা করেন?
উঃ সঞ্জীব চট্টোপাধ্যায়
১৩৩। আমি কিংবদন্তির কথা বলছি একটি—
উঃ কাব্যগ্রন্থ
১৩৪। সত্যসুন্দর দাস কার ছদ্মমান?
উঃ মোহিতলাল মজুমদার
১৩৫। একটি লাল গোলাপ কার উপন্যাস?
উঃ রশিদ করিম
১৩৬। এখন দুঃসময় নাটকটির রচয়িতা কে?
উঃ হুমায়ূন আহমেদ
১৩৭। কবিতায় আর কি লিখবো? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ— কোন কবির উক্তি?
উঃ মোহাম্মদ মনিরুজ্জামান
0 Comments :