দোয়া কবুলের সময়
দোয়া কবুলের সময়
আল্লাহ রাব্বুল আল
আমীন মূলত ১১টি বিশেষ সময়ের আমল কবুল না
করে ফেলে দিতে পারেন না। আপনি সেই
১১টি বিশেষ সময় সম্পর্কে জানেন কি?
যদি না জানেন, তাহলে এখনই জেনে নিন:
১। রাতের শেষ তৃতীয়াংশে।
২। আযান ও একামতের মাঝে।
৩। লাইলাতুল কদরে।
৪। আরাফার দিবসে।
৫। ইফতারির পূর্ব মূহুর্তে।
৬। সফর অবস্থায়।
৭। জমজম কূপের পানি পানের সময়।
৮। সিজদাহ অবস্থায়।
৯। সালাতের শেষাংশে।
১০। নির্যাতনের শিকর বা বিপদের মূহুর্তে।
১১। যে কোন নেক কাজ করার পর (যেমন সালাত
আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দান
0 Comments :